বিএনপির ১৪ দিনের কর্মসূচি ঘোষণা

bnp14বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ৩০ মে। এ উপলক্ষে দলের পক্ষ থেকে ১৪ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রাজধানীসহ সারাদেশে এসব কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার দুপুর ১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব মো: শাহজাহান এ কর্মসূচি ঘোষণা করেন।

শাহজাহান বলেন, “জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ২৮ মে থেকে ১০ জুন টানা ১৪ দিন বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচির শুরুতেই ২৮ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

অন্যদিকে ৩০মে ৩৪তম বার্ষিকীর দিন জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্থবক অর্পণ করবেন খালেদা জিয়া।

এছাড়া ১০ জুন পর্যন্ত রাজধানীতে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হবে বলেও তিনি জানান। এর আগে দুপুর পৌনে ১২টা থেকে পৌনে ১টা যৌথসভা করেন তারা। সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

এসময় সরকারের মন্ত্রী এমপিদেরকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানবিক কারণে সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে নিষ্ঠুর ও নির্দয় মন্তব্য করা উচিত হবে না। যারা এধনের মন্তব্য করছেন তারা জনগণের কাছে ঘৃণিত হবেন।”

ভারতে সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের প্রচলিত আইন নিয়ে আমাদের মন্তব্য করা ঠিক হবে না।”

তিনি বলেন, “টানা ৬২দিন পর সালাহ উদ্দিনকে খুঁজে পাওয়া অবশ্যই বিএনপি ও তার পরিবারের জন্য আনন্দের সংবাদ। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় ভারতের একটি হাসপাতালে রয়েছেন। তাকে যত দ্রুত সম্ভব তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।”

যৌথসভায় উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, সহ প্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.