এবার অস্কারজয়ী প্রযোজকের ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া

এবার অস্কারজয়ী প্রযোজকের ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া।

৯১ তম অস্কার অ্যাওয়ার্ড এ ইতিহাস তৈরী করলো ভারতীয় প্রযোজক গুনিত মোঙ্গার ডকুফিল্ম ‘পিরিয়ড, এন্ড অব সেনটেন্স’। সেই প্রযোজকের ছবিতেই এবার অভিনয় করতে চলেছেন বলিউড ও হলিউডে সমান জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

এর আগে হলিউডে তিনটি ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এবার হলিউডের চতুর্থ ছবির পরিকল্পনা করছেন এই অভিনেত্রী। আর এই চতুর্থ ছবিতে প্রিয়াঙ্কা কাজ করবেন অস্কার বিজয়ী ভারতীয় প্রযোজক গুনিত মোঙ্গার সাথে।

গত মাসে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার হলিউডি সিনেমা ‘ইজ নট ইট রোমান্টিক’। ঠিক তার মাস খানেক পরেই নিজের চতুর্থ হলিউড ছবির ঘোষণা দিলেন তিনি। যেখানে আধ্যাত্মিক সাধক ওশোর শিষ্য ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রযোজক গুনিতের সাথে প্রিয়াঙ্কার সাক্ষাৎ হয়। সেসময় তারা এই প্রজেক্টের বিষয়ে আলোচনা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.