বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা ও বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বেবিচকের

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা ও বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বেবিচকের।

দেশবাসীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা ও বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের স্ক্যানারে ধরা না পড়ার বিষয়টি সঠিক ও তথ্যভিত্তিক নয়। এ বিষয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বক্তব্য নিতান্তই তার নিজস্ব। তার বক্তব্যের ওপরে ভিত্তি করে বিভিন্ন জাতীয় পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির বিষয়ে যেসব সংবাদ ছাপা ও প্রচার করা হয়েছে, তা তথ্যভিত্তিক নয়। প্রকৃত ঘটনা হলো—ইলিয়াস কাঞ্চন তার ব্যাগে থাকা পিস্তলের বিষয়ে কোথায়ও ঘোষণা করেননি। অ্যান্টি-হাইজ্যাক পয়েন্টে চেকিংয়ের সময় ইলিয়াস কাঞ্চনের ব্যাগে থাকা পিস্তলটি শনাক্ত হয়। তখন স্ক্যানারের দায়িত্বে থাকা সুপারভাইজার উঠে এসে তার ব্যাগে অস্ত্র থাকার বিষয়টি জানালে তিনি ভুলক্রমে এটি ল্যাপটপের ব্যাগে নিয়ে এসেছেন বলে দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিস্তলটি নভোএয়ারের কাউন্টারে হস্তান্তর করা হয়। বিষয়টি বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুসংহত, নিরাপদ ও নির্ভরযোগ্য। এক্ষেত্রে সম্মানিত যাত্রী ও দেশবাসীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা ও বিভ্রান্ত না হওয়ার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.