চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে নিয়ে আসা ১ হাজার ৮০০ কার্টন বিদেশি সিগারেট আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে কার্গো শাখা থেকে এসব সিগারেট আটক করা হয়।
আটক সিগারেটের বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা।
তিনি বলেন, বুধবার দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের কার্গো ফ্লাইটটি চট্টগ্রাম আসে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি চালিয়ে সিগারেটগুলো আটক করা হয়।