অন্যতম বড় ভুল অমিতাভের

অন্যতম বড় ভুল অমিতাভের।

অমিতাভ বচ্চন। জনপ্রিয় ভারতীয় চলচিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। টুইটারে তার ফলোয়ার সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

সম্প্রতি নিজের একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। এই ছবি পোস্ট করাকে তিনি বলছেন, তার জীবনের সবচেয়ে বড় ভুল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ছবিতে তাকে সুইমিং সুট পরা অবস্থায় দেখা যাচ্ছে।

ছবিতে তিনি সুইমিং ট্রাঙ্ক পরেছিলেন। চোখে ছিল রোদচশমা। অমিতাভ জানিয়েছেন, সেবারই প্রথম বার মরিশাস গিয়েছিলেন তিনি।

পোস্টে অমিতাভ লিখেছিলেন, এত আতিথেয়তা, সেসব মুহূর্ত, একেবারে ভোলা যায় না। সমুদ্রে নামার পর একটা মাছ কামড়েছিল তাকে।

সেই কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ওই আউটফিট, খোলা পা ওই মাছের একেবারে পছন্দ হয়নি নিশ্চয়ই।’

এরপর নিজের একটি ছবির প্রচারে এসে তিনি বলেন, ওই ছবি আপলোড করা তার ভুল হয়েছে। ছবিটা সম্প্রতি তাকে এক আলোকচিত্রী পাঠিয়েছিলেন, এমনটাও বলেন অমিতাভ। তিনি বলেন, ‘ছবিটা আপলোড করার পরই বুঝতে পারি বড় ভুল হয়েছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.