শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর পাযূপথ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার!

শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর পাযূপথ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার!

শারজাহ থেকে চট্টগ্রামে আসা এক প্লেন যাত্রীর পায়ূপথ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা। এ ঘটনায় যাত্রী জামাল উদ্দিনকে আটক করা হয়েছে।

আজ শনিবার (৯ মার্চ) সকাল আটটায় শারজাহ থেকে ‘এয়ার এরাবিয়ার’ একটি ফ্লাইটে জামাল উদ্দিন চট্টগ্রাম আসে।

বিষয়টি নিশ্চিত করে ট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. নূর উদ্দিন মিলন বলেন, আটককৃত জামাল আজ সকালে জি ৯-৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে এসে নামার পর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। আটকের পর একটি বেসরকারি হাসপাতলে নিয়ে এক্স-রে করা হয়। যেখানে পায়ুপথে ধাতব পাতের অস্তিত্ব ধরা পড়ে। এরপর তাকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টম হলের একটি টয়লেটে ঢোকালে শরীরে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৬০ তোলা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.