ব্রুনাই থেকে দেশে ফিরেছেন প্রতারিত ২২ বাংলাদেশি

Bronayঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ব্রুনাই থেকে দেশে ফিরেছেন প্রতারণার শিকার ২২ জন বাংলাদেশি নাগরিক।

বুধবার (১৪ মে) রাতে তারা দেশে ফিরেন। বৃহস্পতিবার (১৪ মে) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চত করা হয়।

দেশে ফেরা ওই ২২ বাংলাদেশিকে ব্রুনাই পাঠানো রিক্রুটিং এজেন্সি মেসার্স রাব্বি ইন্টারন্যাশনাল ও ইজতেমা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক জাহিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ২২ বাংলাদেশি নাগরিক ৪-৫ মাস আগে দেশটিতে যায়। সেখানে তাদের চাকরি দেওয়ার কথা থাকলেও তারা কোনো চাকরি পায়নি। বিষয়টি তারা সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জানায় এবং আবেদন করে।

এর প্রেক্ষিতে তাদের দেশে আনা হয় এবং বৃহস্পতিবার সকালে প্রত্যেকের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) মতিয়ার রহমান, বিএমইটি’র উপ-পরিচালক গোলাম মুস্তফা খানসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত থেকে প্রতারণার শিকার ওই ২২ বাংলাদেশির হাতে ৫ হাজার টাকা করে তুলে দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.