২০ হাজার নারী শ্রমিক যাবে সৌদি আরবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

imagesদীর্ঘ প্রায় ৬ বছর বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু হচ্ছে। আগামী রমজান মাসের আগে (জুনের মাঝামাঝি) দেশটিতে কমপক্ষে ২০ হাজার নারী শ্রমিক পাঠানো হবে। ইতোমধ্যে সৌদি আরব থেকে ৩০ হাজার শ্রমিকের জন্য ভিসা এসে পৌঁছেছে। সৌদি আরবের জনশক্তি বিষয়ক একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, সৌদি আরব তাদের চাহিদা অনুযায়ী ৫০ হাজার শ্রমিক নিতে চায়। এ জন্য রিক্রুটিং এজেন্সিকে ২শ’ জন করে নারী শ্রমিক প্রস্তুত রাখতে বলে হয়েছে। যাতে তাদের চাহিদা অনুযায়ী আমরা যথা সময়ে নারী কর্মী পাঠাতে পারি। তিনি বলেন, ইতিমধ্যে ৩০ হাজার শ্রমিকের জন্য ভিসা এসে পৌঁছেছে। তবে চূড়ান্তভাবে আগামী মাসের মধ্যে ২০ হাজার নারী শ্রমিককে সৌদি আরবে পাঠাবে বাংলাদেশ।
সম্প্রতি সাগর পথে মালয়েশিয়ায় অবৈধ মানবপাচারের ভয়াবহ চিত্র উঠে আসা প্রসঙ্গে মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, আমরা শুধু বৈধ শ্রমিকদের নিয়ে কাজ করি। অবৈধ শ্রমিকদের নিয়ে নয়। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পড়ে। তবে এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ অব্যাহত রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.