খালেদাকে নির্বাসনে পাঠানোর হুমকি ছাত্রলীগের

sh..feni_80567ফেনী : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাসনে পাঠানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বৃহস্পতিবার ফেনী জেলা ছাত্রলীগের সম্মেলনে তিনি এ হুমকি দেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেত্রীকে নির্বাসনে পাঠাতে আওয়ামী লীগের দরকার নেই, ছাত্রলীগই যথেষ্ট।’ তিনি আরও বলেন, ‘জাতীয় বেয়াদব তারেক জিয়া বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ ঘোষণা দিয়েছিল, বেগম জিয়াকে দেশের কোথাও জনসভা করতে দেওয়া হবে না। ছাত্রলীগ সেটি করে দেখিয়েছে।’ খালেদা জিয়া যাতে ফেনীতে ঢুকতে না পারেন, সে জন্য ছাত্রলীগকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জমান অভিযোগ করেন, অতীতে সামরিক শাসকেরা দেশের তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আর হাওয়া ভবন দেশকে জঙ্গিবাদে রূপান্তর করেছিল। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী প্রমুখ।

সম্মেলন শেষে মো. সালাহ উদ্দিন ফিরোজকে সভাপতি ও জাবেদ হায়দার ওরফে জজকে সাধারণ সম্পাদক ঘোষণা করে এক বছরের জন্য ফেনী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.