শাহজালালে পিস্তলসহ আটক আওয়ামী লীগ নেতা

শাহজালালে পিস্তলসহ আটক আওয়ামী লীগ নেতা।

ঘোষণা ছাড়া পিস্তল বহনের অভিযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশর সময় আটক হয়েছেন যশোরের ঝিকরগাছার আওয়ামী লীগ নেতা মেহেদি মাসুদ চৌধুরী।সোমবার বিকেলে তাকে আটক করা হয়।

বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটির পরিচালক উইং কমান্ডার নুরে আলম সিদ্দিক জানান, সোমবার বিকেল ৪টায় মেহেদি মাসুদ চৌধুরী ও তার বাবা আবুল কাশেম চৌধুরী যশোর যাওয়ার উদ্দেশে শাহজালাল বিমানবন্দরে আসেন। এ সময় স্ক্যানারে মেহেদি মাসুদের ব্যাগে পিস্তল আছে বলে ধরা পড়ে। তার কাছে জার্মানির তৈরি একটি পিস্তল ও ৭ রাউন্ড গুলি পাওয়া গেছে।

তিনি  জানান, এ ঘটনার পর মেহেদি মাসুদ চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি ‘সরি’ বলেন। তবে কেন তিনি আগাম ঘোষণা ছাড়া পিস্তল নিয়ে বিমানবন্দরে এসেছিলেন তার সদুত্তর দিতে পারেননি।এরপর মেহেদি মাসুদকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান নুরে আলম।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী একটি ফ্লাইটে ‘অস্ত্রের’ মুখে পাইলট-ক্রুদেরকে জিম্মি করে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন এক যুবক। ওই ফ্লাইট চট্টগ্রামে অবতরণের পর ইমার্জেন্সি গেট নিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়ার পর কমান্ডো অভিযানে নিহত হন তিনি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সেটি ছিল ‘খেলনা পিস্তল’।

এর পরে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল তল্লাশিতে ধরতে না পাড়ার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। সর্বশেষ শুক্রবার মোহাম্মদ মামুন আলীর শরীর তল্লাশি করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা পিস্তল খুঁজে না পাওয়ার ঘটনাও আলোচনার জন্ম দেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.