সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) সকাল আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গাঙনিয়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।