ইন্দোনেশিয়ায় নৌকা ডুবি: ৭০০ মিয়ানমার ও বাংলাদেশি নাগরিক উদ্ধার

1431668260_80591ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। সেখান থেকে প্রায় ৭১২ জন মিয়ানমার ও বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে তাদেরকে লাঙ্গসা নামক একটি স্থানে আনা হয়েছে।

লাঙ্গসা নগরীর পুলিশ প্রধান সুনারিয়া বলেন, আমরা তাদের কাছে থেকে যে প্রাথমিক তথ্য পেয়েছি তাতে জানা গেছে যে, মালয়েশিয়ার নৌবাহিনী তাদেরকে ইন্দোনেশিয়ার জলসীমার দিকে তাড়িয়ে দেয়।

তিনি জানান, ইন্দোনেশিয়ার জলসীমানায় পৌঁছানোর পর নৌকাটি ডুবে যায়। স্থানীয় জেলেরা তাদের দেখতে পেয়ে তাদেরকে তীরে নিয়ে আসে।

লাঙ্গসার একজন অভিবাসী কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে ৭১২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.