সেরেস-এর বুকে ‘অদ্ভুত’ আলো

NASA-BRIGHবামন গ্রহ সেরেস-এর (Ceres) বুকে ‘অদ্ভুত’ আলোর সন্ধান পেয়েছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান নাসা বলে দাবি করেছে।

নাসার দাবি, সেরেস গ্রহের ‘অদ্ভুত’ আলোর ছবি তোলে ‘ডন’ নামক মহাকাশযানটি।

ডন খুব নিকট থেকে ৩ মে ও ৪ মে ০.৮ মাইল প্রতি পিক্সেলের ছবি তোলে। ছবিতে দুটি উজ্জ্বল জায়গা দেখা যায়। তবে উজ্জ্বল জায়গা ২টি কিসের তা জানা যায়নি।

নাসার বিজ্ঞানীরা ধারণা করছেন, সিরাসের বুকে কোনো ধাতব জায়গার উপর আলোর প্রতিফলনে এই অদ্ভুত দৃশ্য তৈরি হয়েছে। বরফের স্তরে উপর আলোর প্রতিফলন ঘটছে।

২০০৭ সেপ্টেম্বরে ৪৬৬ মিলিয়ন ডলার খরচ করে পাঠানো হয় ডন মহকাশযানকে। ২০০১-এর জুলাই থেকে ২০১২ সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে থাকা প্রোটোপ্লানেট ভেসটার চারদিকে প্রদক্ষিণ করে।

৬ মার্চ ২০১৫ এই প্রথম কোনো মহকাশযান মাত্র ৫৯০ মাইল দূর থেকে সিরাসের কাছাকাছি হল।

নাসার বিজ্ঞানীরা প্রায় সাড়ে আট হাজার মাইল দূর থেকে বেশ কিছু ছবি তুলে একটি ভিডিও বানিয়েছেন বলে জানিয়েছে নাসা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.