ভূমিকম্প বিষয়ক বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট’র সেমিনার শনিবার

Earth_sm_276764689ঢাকা: ভূমিকম্প বিষয়ক বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট’র সেমিনার শনিবার (১৬ মে) সন্ধ্যা ৭টায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৫ মে) প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক কাজী এম আরিফ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বালা হয়, ‘লার্নিং অ্যাবাউট আর্থকোয়েক অ্যান্ড আর্কিটেকচার’ শিরোনামে সেমিনারে বক্তব্য উপস্থাপন করবেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক’র উপাচার্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আখতার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রাক্তন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদুল্লাহ।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ’র (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী জয়নাল আবেদীন ভূঁইয়া।

সেমিনারে আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.