বাংলাদেশ সফরে খর্বশক্তির ভারত!

bangladeshvsindiaভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) বরাত দিয়ে যে সংবাদ ছাপিয়েছে, তা সত্যিই হলে আসন্ন বাংলাদেশ সফরে আসছে ভারতের ‘বি’ দল।

তাহলে বাংলাদেশে পুরো শক্তির দল পাঠাচ্ছে না ভারত! তাদের সহ-অধিনায়ক ও টেস্ট অধিনায়ক বিরাট কোহলি এই সফরে আসতে রাজি নন। তিনি বিশ্রাম চেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) কাছে। দলের আরো কয়েকজন সিনিয়র খেলোয়াড় বিশ্রাম চেয়েছেন। যার অর্থ আগামী মাসে বাংলাদেশে আসবে যে ভারতীয় দল সেই দলে সবচেয়ে নামি মুখগুলোই না থাকার সম্ভাবনা থাকছে।

গত ডিসেম্বর থেকে টানা ক্রিকেট খেলছে ভারত দল। এখন দলের খেলোয়াড়রা আইপিএল-এ ব্যস্ত। আইপিএল শেষ হলেই বাংলাদেশ সফর। এই সফরের পর জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। শেষ এক বছরে অনেক সফর করেছে বলে দলের সিনিয়র খেলোয়াড়দের অনেকে বাংলাদেশ সফর করতে চাইছে না। তাই তাদের কয়েকজন বিশ্রাম চেয়েছেন।

বিরাট কোহলি বিশ্রাম চান এটা নিশ্চিত।

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, “বিসিবি টিভি দর্শকদের আগ্রহের কথা ভেবে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় অন্তত দলে রাখার কথা বলেছে। সম্ভাব্য কারা যেতে পারে সেই তালিকা আমরা এখনো করিনি।”

বিসিসিআই এর এই কথায় পরিষ্কার বাংলাদেশ সফরে ১ টেস্ট ও তিন ওয়ানডে সিরিজকে যৎসামান্য গুরুত্ব দিচ্ছে ভারত।

১০ জুন শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। কোচ ডানকান ফ্লেচারও নেই সফরে। রবি শাস্ত্রী থাকবেন টিম পরিচালক হিসেবে।

বাংলাদেশে ভারত কেমন দল পাঠাচ্ছে তা একেবারে নিশ্চিত হওয়া যাবে ২০ মে। সন্দিপ পাতিলের নির্বাচক কমিটি ঐদিন বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.