‘যড়যন্ত্র থেমে নেই’ উল্লেখ করে বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, “বিএনপি-জামায়াত ২০ দলীয় জোট পিছু হটেছে ঠিকই। কিন্তু তারা সামনের দিনে আরো সঙ্কট সৃষ্টির চেষ্টা করবে।”
তিনি বলেন, “বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ ছিলেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া তাকে হাজির করতে আলটিমেটাম দিলেন। দেখা গেল সরকারের তাকে হাজির করার প্রয়োজন হয়নি। তিনি নিজেই হাজির হয়ে গেছেন এবং বলছেন, তিনি বলতে পারেন না কেমন করে ভারতে গেলেন।”
শুক্রবার দুপুরে জাতীয় শ্রমিক ফেডারেশনের একাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “তার ছবি দেখলে বুঝা যায় তাকে যদি অপহরণ বা গুম করা হতো তাহলে নিশ্চয়ই তার দাড়ি কামানো থাকতো না, চুলগুলো এত সুন্দর করে কাটা থাকতো না, জুতায় পালিশ করা থাকতো না, পরনের যে কাপড়টি আছে তার ভাজ নষ্ট ছিল না। সেখানে আমরা বলতে চাই, এই যে গুম খুনের নাটক সৃষ্টি করছিল ২০ দল। এর মধ্য দিয়ে দেশের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল। সেটা তারা করতে পারেনি।”
তিনি বলেন, “সালাহ উদ্দিনকে আপনারা হাজির করেছেন। এবার ইলিয়াস আলীকে হাজির করুন। কারণ দেখা যাবে ইলিয়াস আলীও শেষ পর্যন্ত তাদের চক্রান্তের শিকার হয়েছেন অথবা তাদের চক্রান্তের ফসল হিসেবে কাজ করছে।”
পত্রিকার উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, “বিএনপি বলেছে সালাউদ্দিন সম্পর্কে পুরো না জেনে কোনো কথা বলবেন না। আসলে কথা বলার মুখ তাদের নেই। তাদের চালাকি ধরা পড়ে গেছে।”
গাজীপুর বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের অডিটোরিয়ামে হাফিজুর রহমান ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠিত দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শফি উদ্দিন আহমেদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ অনেকে।