মালেয়শিয়া ও সিঙ্গাপুরের উদাহরণ তুলে ধরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ”ড. মাহাথির মোহাম্মদ ও সিঙ্গাপুরের লিক নিউ দীর্ঘ দিন ক্ষমতায় ছিলেন, বিধায় সেই দেশ বিশ্বের উন্নত দেশগুলো মধ্যে অন্যতম। আওয়ামী লীগ সরকার এক টানা ২০ বছর ক্ষমতায় থাকে তা হলে আমরাও একদিন তাদের মতো উন্নত জাতি হিসেবে দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত দেশে পরিণত হবো ইন্নাশাল্লাহ।”
শুক্রবার দাউদকান্দি উপজেলার মালিগাওয়ে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পেট্রোল বোমায় মানুষ মেরে জনগণের ভালবাসা পাওয়া যায় না। জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশের জগণের জন্য দিন-রাত জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বিএনপি-জামায়েত এদেশে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করছে। এভাবে মানুষ মেরে ভালবাসা দূরে কথা জনগণ তাদেরকে ঘৃনাভরে প্রত্যাক্ষান করবে।
নাসিম বলেন, “৯৬ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন সরকার কমিউনিটি ক্লিনিকের চালু করেছিল। বিএনপি-জামায়েত ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। যেখানে প্রত্যন্ত গ্রামের মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। এদেশে ৮০ ভাগ লোক কৃষি কাজ করে তাদের ছেলে-মেয়েদের লেখাপড়া করার জন্য নতুন নতুন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। তাদের ছেলে-মেয়েদেরকে ডাক্তার বানিয়ে গ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে। যাতে করে গ্রামের সহজ-সরল মানুষ চিকিৎসা পেতে পারে।”