এভিয়েশন নিউজ: বিদেশের বিভিন্ন রুটে সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালু করা না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন আটাব নেতারা। গতকাল বিমান বাংলাদেশ সিলেট জেলা ব্যবস্থাপক মো. শোয়েব আহমদ মিজানের বরাবরে দেয়া স্মারকলিপিতে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ এ হুমকি দেন।
স্মারকলিপিতে আটাব সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ সিলেট থেকে সরাসরি সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চালু, সিলেট-ঢাকা-সিলেট অভ্যন্তরীণ ফ্লাইট চালু, সপ্তাহে অন্তত ২ দিন সিলেট-জেদ্দা-সিলেট ফ্লাইট চালু, সিলেট-লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালু করার দাবি জানান।
এছাড়াও নেতৃবৃন্দ সিলেট থেকে ওমরা হজ্জ যাত্রী কোটা বৃদ্ধির দাবি জানান। এসব দাবি-দাওয়া নিয়ে ইতিপূর্বেও আবেদনসহ বিভিন্ন কর্মসূচি আটাবের উদ্যোগে পালিত হওয়ার পরও দাবিগুলো পূরণ না করায় বিস্ময় প্রকাশ করেন।
নেতৃবৃন্দ তাদের দাবি-দাওয়া পূরণে প্রয়োজনীয় পদক্ষে গ্রহণের জোর দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মো. আবদুল জব্বার জলিল, ভাইস-চেয়ারম্যান আবদুল আলি, সেক্রেটারি আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি আলহাজ আতাউর রহমান, সিলেট অঞ্চলের সাবেক সেক্রেটারি মোতাহার হোসেন বাবুল, নির্বাহী সদস্য আবদুল হক, হারুনুর রশীদ তালুকদার, মাসুদ খানসহ অন্য নেতৃবৃন্দ।