ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় মডেল, অভিনেত্রী ও পর্নোতারকা সানি লিওনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয় এক প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় সংস্কৃতি ধ্বংসের অভিযোগে অঞ্জলি পালান নামের মুম্বাইয়ের এক নারী সানির বিরুদ্ধে এফআইআরটি দায়ের করেছেন।
এফআইআর এর অভিযোগ অনুযায়ী, সানি লিওন অশ্লীলতার প্রসার ঘটাচ্ছেন। নিজের ওয়েবসাইটের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও সমাজ ধ্বংস করছেন তিনি।
শুধু সানি নয়, যারা ওই ওয়েবসাইটে অশ্লীল ভিডিও তোলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা চেয়েছেন মামলার বাদী। এ কারণে সানিসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআরটি করা হয়েছে।
সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, এফআইআরটি নিবন্ধন করা হয়েছে। আমরা ওই ওয়েবসাইটে গিয়ে আপত্তিকর বিষয় পেয়েছি। অভিযোগটি সাইবার সেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারাই তদন্ত ও আইনগত বিষয়সহ সবকিছু দেখবে।