গন্তব্য বিপণন প্রতিষ্ঠান ব্র্যান্ড ইউএসএ-এর সাথে অংশীদারিত্ব গঠনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্পে অবদান রাখার প্রতিশ্রুতিকে আরো শক্তিশালী করল সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ।
দুবাইয়ে অনুষ্ঠিত অ্যানুয়াল অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট (এটিএম) এর অংশ হিসেবে দুবাইয়ের আকর্ষণীয় আরমানি হোটেলে ব্রান্ড ইউএসএ রিসেপশন স্পন্সর করে এয়ারলাইনটি। এটিএম একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলা, যাতে অংশ নেয় বিশ্বের নামকরা সব ট্রাভেল কোম্পানি, প্রতিষ্ঠান, এয়ারলাইন ও পর্যটন বোর্ডগুলো।
মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের উপস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পর্যটন শিল্পের উন্নয়নে উভয়ের মিলিত আকাক্সক্ষার কথা পুনরায় তুলে ধরে ইতিহাদ এয়ারওয়েজ ও ব্র্যান্ড ইউএসএ। ইতিহাদ এয়ারওয়েজের সহযোগিতায় যুক্তরাষ্ট্রে যৌথ বিক্রয়োন্নয়ন কর্মসূচি পরিচালনার চেষ্টা চালাবে ব্র্যান্ড ইউএসএ।
ইতিহাদ এয়ারওয়েজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং বলেন, “যুক্তরাষ্ট্রের মতো বৈচিত্র্যপূর্ণ দেশ বিশ্বে খুব কমই আছে। অপার সৌন্দর্য, আশাবাদী মনোভাব ও প্রগতিশীল সংস্কৃতির কারণে বিশ্বের অন্যতম অনুপ্রেরণার স্থল এ দেশটিকে ইতিহাদ এয়ারওয়েজের বিশ্বব্যাপৃত নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।
“২০১৪ সালে আমরা যুক্তরাষ্ট্রে ৮০১,৪৬৫ জন যাত্রীকে আনা-নেওয়া করেছি। দেশটিতে আমিরাতী অবকাশ যাপন ও ব্যবসায়িক পর্যটকদের জন্য দেশটিতে ভ্রমণের ব্যাপক চাহিদা রয়েছে, এবং ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা হিসেবে ব্র্যান্ড ইউএসএ-এর সাথে অংশীদারিত্ব গঠনে ইতিহাদ এয়ারওয়েজ অত্যন্ত আনন্দিত। যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসা বৃদ্ধিতে এবং দৃঢ় বন্ধুত্ব গঠনে প্রতিষ্ঠানটির সাথে ভবিষ্যতে আরো মজবুত বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে আগ্রহী আমরা।”
লস এঞ্জেলেস, সান ফ্রান্সিস্কো, শিকাগো, ডালাস, ফোর্ট ওউর্থ, নিউ ইয়র্ক জেএফকে ও ওয়াশিংটন ডিসি’র মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে ইতিহাদ এয়ারওয়েজ সার্ভিস পরিচালনা করছে। দেশটির রাজধানীতে চলাচল করছে পরবর্তী প্রজšে§র বোয়িং ৭৮৭-৯।
আমেরিকান এয়ারলাইন্স ও জেটব্লু’র মতো গুরুত্বপূর্ণ ইউএস এয়ারলাইন্সের সাথে কোডশেয়ার চুক্তি করেছে ইতিহাদ এয়ারওয়েজ, যা ভ্রমণকারীদের দিচ্ছে আরো বেশি শহর ভ্রমণের বিরাট সুবিধা। এছাড়াও ইতিহাদ হলিডেইজ লেজার ডিভিশনের সাথে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় হোটেল চেইন ও ভাড়াটে গাড়ির কোম্পানিগুলোর রয়েছে বাণিজ্যিক ও বিপণন চুক্তি, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী যাত্রী পাচ্ছেন বিভিন্ন সমন্বিত ভ্যাকেশন প্যাকেজ।