সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। তবে সরাসরি আওয়ামী লীগের ব্যানারে নয়, ‘সিলেটবাসী’র ব্যানারে এই মিছিল-সমাবেশ করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১৩ মে, বুধবার দুপুরে প্রধানমন্ত্রীতনয় সজীব ওয়াজেদ জয় ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ কয়েছের বিরুদ্ধে মন্তব্য করায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সিলেট নগরীর কমদতলী বাস টার্মিনাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সুরমা পয়েন্টে এসে জড়ো হয়। এরপর বিকাল ৪টায় সেখান থেকে তারা মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে ‘সিলেট বিদ্বেষী জাফর ইকবাল, এই মুহুর্তে সিলেট ছাড়’ ‘ব্লাগার জাফর ইকবালের আস্তানা, ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেয়া হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন মিছিলে নেতৃত্ব দেন। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদসহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে ‘ড. জাফর ইকবাল প্রগতির নাম নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন’ বলে অভিযোগ করেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও আসাদ উদ্দিন আহমদ।