মাত্র ২৪ ঘণ্টায় মঙ্গলগ্রহে!

nasa4এবার ২৪ ঘণ্টায় মঙ্গলগ্রহে নিয়ে যাওয়ার মত রকেট তৈরি করছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান নাসা।

নাসা বলছে, ২৪ ঘণ্টায় রকেটটি ২২ কোটি ৫৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করবে। এটির উচ্চতার ৩৮৪ ফুট, ওজন ৬০ লক্ষ পাউন্ডেরও বেশি।

নাসা আরো জানায়, ১১মে রকেটটির ডিজাইন রিভিউ করা হয়েছে। অনেক দিন লেগেছে রকেটটি ডিজাইন তৈরি করতে। আমরা চেয়েছি এটি সম্পূ্র্ণ নিরাপদ হক। এর জন্য প্রতিদিন বহু সময় ব্যয় করা হচ্ছে। এর প্রত্যকটি অংশের আলাদা করে পর্যালোচনা করা হচ্ছে, যাতে শক্তিশালী হয়। ডিজাইন চুড়ান্ত হলেই তৈরির কাজ শুরু হয়ে যাবে।

নাসার বিজ্ঞানী রেগি অ্যালেকজান্ডারের ভাষ্য মতে, “এই রকেট মহাকাশ বিজ্ঞানে এক যুগান্তকারী ঘটনা হতে চলেছে। এটি মহাকাশ বিজ্ঞানের এক অন্যমাত্রা। যা এখন সময়ের ব্যাপার মাত্র।”

প্রসঙ্গত, বর্তমান প্রযুক্তিতে মঙ্গলগ্রহে পৌঁছতে সময় লাগে প্রায় দেড়শো দিন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.