যশোর: যশোর কেন্দ্রীয় কারাগারের ভেতরে হাজতির আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার রক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান হোসেন শনিবার (১৬ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভাগীয় মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে।
অভিযুক্তরা হলেন- যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত কারা হাবিদলার সাঈদ, কারারক্ষী জহুরুল ইসলাম, আব্দুল হামিদ ও শুকুর আলী।
এ চারজনের মধ্যে জহুরুল ইসলাম এবং আব্দুল হামিদকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৫ মে) বেলা ১১টার দিকে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া কলাবাগান এলাকার আমির উদ্দিনের ছেলে বাবু (২৭) কারাগারের সিঁড়িঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। ওই সময় অভিযুক্তরা দায়িত্বে ছিলেন। ফলে কারারক্ষীদের দায়িত্বে অবহেলা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় চারজনকে অভিযুক্ত করে মামলা হলো।