যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি বিমান বাংলাদেশে অবতরণ ও ফিরে যাওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। গতকাল শনিবার দুপুরে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ‘নেপালে ভূমিকম্পের পর ত্রাণতৎপরতা চালানোর সময় নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের মেরিন ইউএস-ওয়ানওয়াই হুয়ে হেলিকপ্টারটি খোঁজার জন্য যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পি-এইটএ এয়ারক্রাফট বিমানটি বাংলাদেশে অবতরণ করেছিল। বিধ্বস্ত হেলিকপ্টারটির অবস্থান চিহ্নিত করার পর পি-এইটএ এয়ারক্রাফট ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের আর প্রয়োজন না থাকায় তাঁরা বাংলাদেশ ছেড়েছে।’
আরও খবর