বঙ্গোপসাগর দিয়ে অবৈধ অভিবাসনের উদ্দেশ্যে মালয়েশিয়া যাওয়ার পথে ৬ বাংলাদেশিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
রোববার রাত পৌনে ১২টার দিকে সাগর থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, অবৈধভাবে মানব পাচাররোধে বিজিবির অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে ৬ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, গরু ব্যবসায়ীদের সহায়তায় টেকনাফ থেকে নদীপথে ইঞ্জিন নৌকায় ১১ ঘণ্টা যাত্রার দূরত্বে মিয়ানমারের কাছাকাছি মেরুল্লা চর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।