দেশে গণতন্ত্রের সাংঘাতিক সংকট চলছে : মাহবুব

index_81001ঢাকা : গণতন্ত্রের সাংঘাতিক সংকটের কারণেই দেশ এখন অন্যায় অত্যাচারে জর্জরিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. অব. মাহবুবুর রহমান।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত‘ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।’

দেশে অন্যায় অত্যাচারের পরিমাণ বেড়ে যাওয়ার কারণ উল্লেখ করে মাহবুব বলেন, ‘আমাদের দেশের সর্বত্র যে অমানবিক অন্যায় অত্যাচার হচ্ছে এবং স্বাধীনতার পর বাংলাদেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে না এগুনোর কারণ দেশে গণতন্ত্রের সাংঘাতিক সংকট।’

সিটি নির্বাচনে ২০ দলীয় জোটকে সরকার ভোট বর্জন করতে বাধ্য করেছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের দিন সরকারের ক্যাডার বাহিনী যে তান্ডব লিলা চালিয়েছিল তা গোটা বিশ্বের মানুষ জানে। আর এই তা-ব লিলার কারনেই ২০ দলীয় জোট ভোট বর্জন করতে বাধ্য হয়েছিল।’

৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তার সরকার বাংলাদেশের সাথে সু-সম্পর্কের গুরুত্ব অনুধাবন করেছেন মানবিক দৃষ্টিকোন থেকে।

ভারতের মানসিকতার পরিবর্তন হওয়ায় আজ তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করি মোদির বাংলাদেশ সফরের ফলে সিট মহল চুক্তির মতো বিরাজমান সব সমস্যা সমাধান হবে।’

যেখানে বাংলাদেশের কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না এমন সময় ভারত থেকে চাল আমদানি করা অন্যায় বলেও মন্তব্য করেন তিনি।’

তিনি বলেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্বেও যে দেশ কৃষকদের মূল্যায়ন করতে জানে না সে দেশ কখনও এগিয়ে যেতে পারে না। আমাদের দেশের সমাজ সংস্কৃতি সবকিছুতেই কৃষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এম এ তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সহ-সভাপতি নাজিম উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকির হোসেন জসিম ও কলামিষ্ট নাজমুল হক নান্নু প্রমুখ।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.