রামাদি শহরকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসবে বিবেচনা করা হয়।
কয়েকদিনের টানা সংঘর্ষের পর ইরাকের সরকারি সেনাদের পরাস্ত করে রামাদি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইসলামিক স্টেট বা আইএস।
রোববারেও সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
ইরাকী কর্তৃপক্ষ বলছে, সরকারি সৈন্যদেরকে প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং আইএস তাদের বিজয় ঘোষণা করেছে।
তবে, এ খবরের সত্যতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগন বলছে, আইএস যদি রামাদি দখলে নিয়েও থাকে তাহলেও এটা কৌশলগতভাবে অ্যামেরিকার কাছে গুরুত্বপূর্ণ হয় উঠবে না।
কিন্তু, রামাদি শহরকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসবে বিবেচনা করা হয়।
কারণ এটি ইরাকের সবচে বড় প্রদেশ আনবার-এর রাজধানী।
রাজধানী বাগদাদ থেকে এর দূরত্ব মাত্র ১১২ কিলোমিটার।
পশ্চিমে রাজধানী বাগদাদ থেকে সিরিয়ার সীমান্ত এবং ইরাকের সাথে জর্ডান ও সিরিয়ার সংযোগ পথ এই প্রদেশেই পড়েছে।
আনবার কাউন্সিল-এর প্রধান সহকারী ফালেহ আল-লাসাউই জানিয়েছেন, গত দুই দিনের সংঘর্ষে রামাদিতে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছে।