উড়োজাহাজ সংস্থা মালয়েশিয়া এয়ারলাইনস (এমএএস) জানিয়েছে, এশিয়া অঞ্চলের ভ্রমণসেবা বিষয়ক প্রতিষ্ঠান অ্যাবাকাস ইন্টারন্যাশনালে থাকা তাদের ৮ দশমিক ৮৪ শতাংশ শেয়ার বিক্রি করে দেবে।
এক বিবৃতিতে এমএএস জানায়, চলতি বছরের শেষ দিকে এ বিক্রয় কার্যক্রম শেষ হবে বলে তারা প্রত্যাশা করছে।
এমএএসে এখন সংস্কার কার্যক্রম চলছে। সংস্থাটির প্রত্যাশা, গত বছরের সব ক্ষয়ক্ষতি পেছনে ফেলে আগামী ১ জুলাইয়ের মধ্যে একটি নতুন প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হওয়া। গত বছর এমএইচ ৩৭০ ফ্লাইটের রহস্যজনক হারিয়ে যাওয়া এবং যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এমএইচ১৭ ফ্লাইটকে ভূপাতিত করার ঘটনায় এমএএসের ব্র্যান্ড ও মুনাফা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।
এমএএস জানিয়েছে, তারাসহ মোট ১১টি উড়োজাহাজ সংস্থা অ্যাবাকাসে থাকা তাদের যৌথ ৬৫ শতাংশ শেয়ার যুক্তরাষ্ট্রভিত্তিক ভ্রমণ ও পর্যটন প্রযুক্তি পরিবেশক সেইবার করপোরেশনের কাছে বিক্রি করে দিতে
যাচ্ছে। অ্যাবাকাসে সেইবারের ৩৫ শতাংশ শেয়ার রয়েছে।
এশিয়া প্যাসিফিকের ৫৯টি অঞ্চলের এক লাখের বেশি ট্রাভেল এজেন্টকে সহায়তা করে অ্যাবাকাস। প্রতিষ্ঠানটির সঙ্গে আন্তর্জাতিক ও স্থানীয় সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থাসহ আবাসিক হোটেলের ভালো যোগাযোগ রয়েছে।
অ্যাবাকাসের শেয়ার বিক্রি জন্য কর্তৃপক্ষ কর্তৃক কয়েকটি অনুমোদন লাগবে। বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হলে সেইবার করপোরেশন একক শেয়ারহোল্ডারে পরিণত হবে।