হবু স্ত্রী মীরা রাজপুতের সাথে এই প্রথমবার ক্যামেরাবন্ধী হলেন বলিউড অভিনেতা শাহিদ কাপূর। বিয়ের আগে হবু বর-কনেকে একই ফ্রেমে বেশ লাজুক ও খুশি খুশি দেখাচ্ছে।
মীরা রাজপুতের সাথে বিয়ের খবরটি আগেই নিশ্চিত করেছিলেন শাহিদ কাপূর।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিল ডিসেম্বর নয়, সামনের জুনেই হতে চলেছে শাহিদ-মীরার বিয়ে। সেই উপলক্ষে শাহিদ এবং মীরা দুজনের বাড়িতেই বিয়ের তোড়জোর শুরু হয়ে গেছে।
ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে একটি ব্যাচেলর পার্টিরও আয়োজন করেন মীরা। সেই পার্টিতে হাজির ছিলেন শাহিদও।