ঢাকা: রাজধানীতে ইউরোপিয় ইউনিয়নভুক্ত রাষ্ট্র লিথুয়ানিয়ার দূতাবাস উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে হোটেল রেডিসন ব্লুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দূতাবাসটির উদ্বোধন করেন। রাজধানীর মিরপুর শ্যাওড়াপাড়ায় দূতাবাসটি স্থাপন করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৯২ সাল থেকে লিথুয়ানিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক চলে আসছে। দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও রয়েছে। বাংলাদেশ লিথুয়ানিয়া থেকে দুগ্ধ সামগ্রী, বস্ত্র, সূতা ও প্রকৌশলী সামগ্রী আমদানি করে এবং লিথুয়ানিয়ায় নিটওয়্যার, ফুটওয়্যার সামগ্রী চামড়া, হস্তশিল্প, খেলনা সামগ্রী ও সিগারেট রফতানি করে। গত তিন বছরে লিথুয়ানিয়ায় বাংলাদেশের বার্ষিক রফতানি ছিল ৩.৫ মিলিয়ন ইউএস ডলার, আমদানি প্রায় ৬ মিলিয়ন ইউএস ডলার।
তিনি বলেন, বাংলাদেশে লিথুয়ানিয়ান দূতাবাস আনুষ্ঠানিক উদ্বোধনের পর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কেরও উন্নয়ন হবে। এসময় বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ান দূতাবাসের কন্সুলেন্ট জেনারেল লায়েমুনাস তালাত কেলপসা, ক্ষমতাসীন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহেমেদ চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার উপস্থিত ছিলেন। লিথুয়ানিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। উত্তরের লাটভিয়া ও এস্তোনিয়ার সঙ্গে লিথুয়ানিয়াও একটি বাল্টিক রাষ্ট্র এবং তিনটি বাল্টিক রাষ্ট্রের মধ্যে বৃহত্তম রাষ্ট্র।