ট্রলারে করে সাগরে ভাসমান ৬ মালয়েশিয়াগামী যাত্রী টেকনাফ সীমান্ত হয়ে দেশে ফিরে আসল। ১৮ মে রাতে বাংলাদেশি গরু ব্যবসায়ীগণের ১টি বোট মায়ানমারের আকিয়াব হতে সাগরপথে আসার সময় মায়ানমারের মেরুল্লা নামক স্থান থেকে ৬ জন বাংলাদেশি নাগরিককে দেখতে পেয়ে তাদের বোটে করে নিয়ে রাত ১টায় শাহ্ পরীরদ্বীপ জেটিঘাটে তারা পৌঁছে দেয়। এরা হচ্ছে- নরসিংদী জেলার পলাশ থানার গালিমপুরের মো. মিলন মিয়ার পুত্র মো. শাহীন মিয়া (২৪), পল্লানপুর থানার মো. আফজাল আলীর পুত্র মো. জাহিদুল ইসলাম (৩০), জয়পুরহাটের খেতলাল থানার বেলগাড়ি গ্রামের সাত্তার ফকিরের পুত্র মো. জসিমউদ্দিন (১৯), চট্টগ্রামের বাঁশখালীর আসকারিয়া পাড়ার মৃত শিব্বির আহমদের পুত্র মো. ফারুক হোসেন (২৭), হাটহাজারী উপজেলার ঘরদুয়ারা থানার মৃত গফুর রহমানের পুত্র মো. মোছা. (১৯)কে ফেরৎ এনে বিজিবিকে হস্তান্তর করে। গত কয়েকদিন আগে কক্সবাজার মহেশখালী এলাকা থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে দালালচক্রের সদস্যরা তাদের ফিশিং বোটে করে সাগরে নিয়ে যায়। দালালচক্রের সদস্যরা ভিকটিমদের মায়ানমার সীমান্তে মেরল্লার চরে রেখে পালিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের নিকট হস্তান্তরের নিমিত্তে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।