রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২ জুন দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে আজ ১৪৩৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী পবিত্র শবে বরাত আগামী ২ জুন দিবাগত রাতে উদযাপিত হবে।
শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার করতে এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।