ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আব্দুল কাদির (২২) নামে এক যুবককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যরা। আটক যুবক নিলফামারী জেলার সৈয়দপুর থানার চৌমুহনী এলাকার দাদন খানের ছেলে।
মঙ্গলবার রাত ১০টার দিকে সিঙ্গাপুর যাওয়ার সময় তাকে আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আর্মড পুলিশের গোয়েন্দা ইউনিটের সন্দেহ হলে তাকে ও তার লাগেজে তল্লাশি চালানো হয়। এসময় বিভিন্ন দেশের বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধার করা হয়।
উদ্ধার মুদ্রাগুলোর মূল্যমান আড়াই কোটি টাকার মতো হবে বলে জানান সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার।