এভিয়েশন নিউজ: সৌদি আবরের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশিসহ ৬ জন নিহত হয়েছেন। বাকি দু’জন পাকিস্তান ও সৌদির নাগরিক। দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে।
এরা হলেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বানিয়ারচরের হাবিব উল্লাহর ছেলে আমানুল্লাহ, চাঁদপুর জেলার আবদুল খালেকের ছেলে শেখ হারুন, টাঙ্গাইলের আবদুল মাজেদের ছেলে আবদুল হালিম এবং ব্রাহ্মণবাড়িয়ার নূর হোসেনের ছেলে ইয়াসিন।
স্থানীয় সময় রোববার রাত ৮টায় মক্কার আল লিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ খবরের সত্যতা স্বীকার করে বাংলাদেশি কনসুলেটরের শ্রম বিষয়ক কাউন্সিলর মোকাম্মেল হোসেন বলেন, জেদ্দার বাংলাদেশি কনসুলেটে পাসপোর্ট সংক্রান্ত কাজকর্ম শেষ করে কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন বাংলাদেশি শ্রমিকরা। গাড়িতে মোট আট জন যাত্রী ছিল। তাদের মধ্যে একজন পাকিস্তানি এবং অন্য একজন সৌদি নাগরিক। দুর্ঘটনায় ওই দুজনও মারা গেছেন।