গ্রীষ্মে রেকর্ড যাত্রী সমাগমের প্রত্যাশা মার্কিন উড়োজাহাজ সংস্থাগুলোর

usa agencyযুক্তরাষ্ট্রের উড়োজাহাজ সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইটে গ্রীষ্মে রেকর্ড সংখ্যক যাত্রী সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। ফলে এ বছরের গ্রীষ্মটি দেশটির প্রথম সারির উড়োজাহাজ সংস্থাগুলোর জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। খবর এএফপি।

এয়ারট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন অব আমেরিকা বা এয়ারলাইনস ফর আমেরিকার (এফোরএ) হিসাব অনুযায়ী, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ২২ কোটি ২০ লাখ যাত্রী বহন করবে মার্কিন উড়োজাহাজ সংস্থাগুলো। অর্থাৎ দৈনিক গড়ে ২৪ লাখ যাত্রী সমাগম হবে এসব সংস্থায়, যা এক বছর আগের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেশি। আর আন্তর্জাতিক ফ্লাইটগুলোয় ৩ কোটি ১০ লাখ যাত্রী সমাগমের প্রত্যাশা করছে এফোরএ।

সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্র থেকে বিরতিহীন শীর্ষ পাঁচ গন্তব্য হচ্ছে কানাডা, মেক্সিকো, ব্রিটেন, জার্মানি ও জাপান। বিপুল সংখ্যক যাত্রী সমাগম আঁচ করে এরই মধ্যে আসন সংখ্যা ৪ দশমিক ৬ শতাংশ বাড়িয়েছে মার্কিন উড়োজাহাজ সংস্থাগুলো। গ্রীষ্মকালে প্রতিদিনের জন্য অতিরিক্ত ১ লাখ ২৬ হাজার আসন রাখা হয়েছে, যা ২০০৮-০৯ সালের অর্থমন্দার পর সর্বোচ্চ। বার্ষিক হিসেবে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো, ব্রিটেন ও চীনের ফ্লাইটগুলোয় আসন সংখ্যা সবচেয়ে বাড়ানো হয়েছে।

এক বিবৃতিতে এফোরএর ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ জন হেইম্লিচ বলেন, যুক্তরাষ্ট্রের ভোক্তাদের আস্থার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির কারণেই ভ্রমণকারীদের সংখ্যাও বেড়েছে। আকাশপথে ভ্রমণে সবচেয়ে ব্যস্ততম ১৩ থেকে ১৫ দিন এবারের গ্রীষ্মকালে পড়েছে। আর এজন্য উড়োজাহাজ সংস্থাগুলোও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। ফ্লাইট ও আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি বহরে নতুন ও বড় উড়োজাহাজ যোগ করা হয়েছে। যাত্রীদের সেবার মান অক্ষুণ্ন রাখতে কর্মচারীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

এফোরএ জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ারবাজারে নিবন্ধিত যুক্তরাষ্ট্রের ১০টি উড়োজাহাজ সংস্থার নিট মুনাফা হয়েছে ৩ দশমিক ১ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় তা ৮ দশমিক ৪ শতাংশ বেশি। প্রতিষ্ঠানগুলোর অপারেটিং মার্জিন ছিল ৮ দশমিক ৪ শতাংশ, গত বছরের একই সময়ের তুলনায় তা ১ দশমিক ১ শতাংশ বেশি। এছাড়া এসব সংস্থা প্রথম প্রান্তিকে মোট ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ধারণা করা হচ্ছে, পুরো বছরে এগুলো ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। চলতি বছর এসব উড়োজাহাজ সংস্থার বহরে নতুন ৩৬৭টি উড়োজাহাজ যোগ হবে বলে জানা গেছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.