জাপানে বিশ্বের সবচেয়ে হালকা নোটবুক প্রদর্শন প্রকাশিত: 20 May 2015, 6:29:29 pm শেয়ার গতকাল জাপানে বিশ্বের সবচেয়ে হালকা নোটবুক প্রদর্শন করেন অভিনেত্রী ইমি তাকেই। ‘লাভিয়া হাইব্রিড জিরো’ নামের এই নোটবুকের ওজন মাত্র ৭৭৯ গ্রাম। এনইসির তৈরি ১৩.৩ ইঞ্চি স্ক্রিনের নোটবুকটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোরআই৫ প্রসেসর। অফিসিয়াল ফেসবুক পেজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল শেয়ার