বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

R-01---বাংলাদেশ বিমান বাহিনীর ৯৮তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান বুধবার বিমান বাহিনী ঘাঁটিঁ বাশারস্থ কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই)-তে অনুষ্ঠিত হয়। বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণ উত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর ১৭ জন, ভারতীয় বিমান বাহিনী, রাজকীয় মালয়েশিয়ান বিমান বাহিনী, শ্রীলংকা বিমান বাহিনীর ও সুদান বিমান বাহিনীর এক জন করে কর্মকর্তা কোর্সে অংশগ্রহণ করেন। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার মোঃ রুহুল আব্বাস বিমান বাহিনী প্রধানের ট্রফি লাভ করেন।
বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে কোর্সে ছাত্র-অফিসার প্রেরণের জন্য সংশি¬¬ষ্ট দেশের সরকারকে ধন্যবাদ জানান এবং আশা করেন, ভবিষ্যতেও তারা এ ধরনের কোর্সে অফিসার প্রেরণ অব্যাহত রাখবেন।
এর আগে, কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্র“প ক্যাপ্টেন মো. মোহাম্মদ হারুনুর রশীদ স্বাগত বক্তব্যে এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্সসমূহের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটিঁ বাশারের এয়ার অধিনায়ক, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার, ভারপ্রাপ্ত শ্রীলংকান হাইকমিশনার, ভারতীয় হাইকমিশেনর সহকারী ডিফেন্স এ্যাডভাইজার (এডিএ) ও বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.