বিমানবন্দরে দুই কোটি টাকার অবৈধ ওষুধ জব্দ

medicinহযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকা মূল্যের অবৈধভাবে আমদানি করা ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ।

বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে প্রায় ২৪০ কেজি বিদেশী মেডিসিন এবং এ্যাম্পাল্স ইনজেকশন রয়েছে বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, মেডিসিন ও এ্যাম্পাল্স ইনজেকশনগুলো পাকিস্তান থেকে ৭টি কার্টনে করে একটি ইকে ফাইটে ১৭ মে শাহজালাল বিমানবন্দরে আসে।

এসব মেডিসিন ও এ্যাম্পাল্স ইনজেকশন এ্যাবোরসন, হরমন পরিবর্তন, চর্মরোগ, এলার্জি, দুশ্চিন্তা, ফাঙ্গাল ইনফেকশন, চোখের রোগ ইত্যাদি নিরাময়ে ব্যবহৃত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.