বাড়তি টাকা চাইলো বিজিবি

untitled-1_81307ঢাকা : তিন সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নিজেদের দেয়া বাজেটের চেয়েও বাড়তি এক কোটি ৮৬ লাখ টাকা দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির মহাপরিচালকের পক্ষে অপারেশন ও প্রশিক্ষণ শাখার পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি মঙ্গলবার সন্ধায় ইসিতে পৌঁছায়।  ইসি সচিব সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

চিঠিতে বলা হয়, বরাদ্দকৃত বাজেটের অর্থ ছাড়া ‘আমাদের বাড়তি এক কোটি ৮৬ লাখ টাকা খরচ হয়েছে, তাই অতিরিক্ত টাকা বরাদ্দ দিতে কমিশনকে আনুরোধ করে বিজিবি।

চিঠিতে আরও বলা হয়েছে, বিজিবির পক্ষ থেকে গত ২৮ এপ্রিল ২০১৫ তারিখে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন উপলক্ষে অত্রবাহিনীকর্তৃক দুই কোটি ৯৮ লাখ ১১ হাজার ৮৪০ টাকার বাজেটের চাহিদা পাঠানো হয়েছিল। ওই বাজেটের অনুকূলে এক কোটি ৩০ লাখ ২৫ হাজার ৫২০ টাকা বরাদ্দ দেয় ইসি।

প্রথমে প্রয়োজনীয় বরাদ্দ না দেয়ায় বাড়তি এক কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ১০০ টাকা খরচ হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.