কক্সবাজার : টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ১৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাত পৌনে ৪টায় টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে অবৈধভাবে বিদেশগামী ১৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে নরসিংদীর ১০ জন, নারায়ণগঞ্জের ৩ জন, চট্টগ্রামের ৩ জন এবং হবিগঞ্জের ১ জন।
বিজিবি কর্মকর্তা জানান, আটককৃতরা চট্টগ্রাম থেকে নৌকাযোগে মালয়েশিয়া অভিমুখে রওনা হয়েছিলো। পরে তারা মায়ানমার থেকে টেকনাফ দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করে।