দেশেই নতুন যুদ্ধাস্ত্র উৎপাদন করা হবে: শেখ হাসিনা

pmm8প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সমরাস্ত্র কারখানার সক্ষমতা বাড়িয়ে দেশেই নতুন যুদ্ধাস্ত্র উৎপাদন করা হবে।”

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও এ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমাদের অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে।”

তিনি বলেন, “আমাদের রাজনৈতিক সাফল্য হলো আমাদের দুটি প্রতিবেশী দেশ, একদিকে ভারত আরেকদিকে মিয়ানমার। দুটি দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রেখেছি। আবার একই সঙ্গে আমরা এই দুই দেশের বিরুদ্ধে মামলাও করেছি এবং মামলায় আমরা জয়লাভ করেছি। এটা আমাদের কূটনৈতিক সাফল্য।”

নিয়মিত বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যান। সেখানে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মন্ত্রণালয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সমরাস্ত্র কারখানার সক্ষমতা বাড়িয়ে দেশেই নতুন যুদ্ধাস্ত্র উৎপাদন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.