এভিয়েশন নিউজ: হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে রফতানিযোগ্য চুরি যাওয়া প্রায় ১০ লাখ টাকার তৈরি পোশাক উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিমানবন্দরের হ্যাঙ্গার ক্যান্টিনের উত্তর পাশের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় পোশাকগুলো উদ্ধার করা হয়। পণ্যগুলো তুরস্কে রফতানি করার কথা ছিল।
এপিবিএনের সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল জানান, রফতানিকারক এমবিএম গার্মেন্টসে ২৩৫ কেজি ওজনের ৩২টি কার্টন রফতানি করার জন্য বিমানবন্দরে নিয়ে আসে।
টার্কি বিমানে রফতানির জন্য ওই পণ্য আনা হলে কন্টেনারটি খোয়া যায়। পরবর্তীতে কন্টেনারটি খালি অবস্থায় পাওয়া যায়। ব্যাপক তল্লাশি করে পরে ওই পণ্য উদ্ধার করা হয়।