এভিয়েশন নিউজ : কাল (শুক্রবার) এটিজেএফবি‘র (এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্টস’ ফোরাম অব বাংলাদেশ) উদ্যোগে ঢাকায় প্রাক বাজেট আলোচনা সভা। সকাল ১০ টায় মহাখালিস্থ হোটেল আবাকাস অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সিভিল এভিয়েশন এন্ড ট্যুরিজম শীর্ষক এই প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম ফারুক খান ও সেন্টার ফর পলেসি ডায়ালগ (সিপিডি) ‘র অতিরিক্ত পরিচালক ও গবেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
অনুষ্ঠানে সিভিল এভিয়েশন, বিমান সংস্থা ও পর্যটন খাতের সকল স্টেক হোল্ডার, মালিক -কর্মকতা, উদ্যোক্তারা উপস্থিত থেকে আগামী বাজেটে এই সেক্টরের জন্য সরকারের কেমন চিন্তা ভাবনা করা উচিত তা তুলে ধরবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এটিজেএফবি‘র আহবায়ক ও এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি নাদিরা কিরণ।
অনুষ্ঠানে এটিজেএফবি‘র সকল সদস্য ও বিভিন্ন মিডিয়ায় এই সেক্টরে কর্মরত সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সংগঠনের আহবায়ক নাদিরা কিরণ। প্রাক বাজেট আলোচনা প্রসঙ্গে কিরণ জানান, আলোচনা সভার পর সব বক্তাদের বক্তব্যের সার-সংক্ষেপ প্রস্তুত করে তা পবর্তিতে অর্থমন্ত্রী, বিমান ও পর্যটন মন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হবে। যা আগামী বাজেটে এই সেক্টরের উপর বরাদ্দ রাখতে সহায়ক হবে।