বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপ দিল্লিতে শুরু আজ

bangladesh+india_81455ঢাকা: দুই দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের ষষ্ঠ পর্ব আজ শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে।

বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৈত্রী সংলাপে অংশ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ সকালে নয়াদিল্লি যাচ্ছেন। ইন্ডিয়া ফাউন্ডেশন, ফ্রেন্ডস অব বাংলাদেশ ও নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন েেযৗথভাবে এবারের সংলাপ আয়োজন করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরের প্রাক্কালে এ সংলাপ অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিরা সম্পর্ক পর্যালোচনা এবং একে আরো এগিয়ে নেওয়ার রূপরেখা নিয়ে আলোচনা করবেন।

জানা গেছে, আজ সন্ধ্যায় নয়াদিল্লির ওবেরয় হোটেলে সংলাপ উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী নীতিন গড়করি। আগামীকাল শনিবার সংলাপের দ্বিতীয় দিনের অধিবেশন অনুষ্ঠিত হবে ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদষ্টো ড. গওহর রিজভী সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.