গাজীপুর: সরকার সম্পর্কে ফেসবুকে ‘আপত্তিকর’ মন্তব্য করায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক ইউনিয়ন ভূমি উপসহকারীকে (তহশিলদার) সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বলেন, কাপাসিয়ার কুশদী ভূমি কার্যালয়ের তহশিলদার কামরুজ্জামান ফেসবুকে বর্তমান সরকার ও প্রশাসন সম্পর্কে আপত্তিকর মন্তব্য পোস্ট করেন। এ জন্য তাঁকে প্রথমে কারণ দর্শানের নোটিশ দেওয়া হয়।
নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জেলা প্রশাসন। একই সাথে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে বলে জানান ইউএনও।