খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন (কে.সি.সি) ট্রাক-চেকপোষ্ট এলাকা থেকে ২৩২ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার সহ সাংবাদিক পরিচয়ধারী দুই মাদক ব্যাবসয়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, মোঃ সুজন (২৭), পিতা মোঃ মোবারক, গ্রাম বাঘাছড়া, থানা শর্শা, জেলা যশোর এবং একই গ্রামের আনসার আলীর পুত্র মোঃ আজিজুল (২৯)।
খানজাহান আলী থানাধীন আটরা পুলিশ ফাঁড়ির (এ.টি.এস.আই) প্রনব কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে খান জাহান আলী থানার ওসি নাসিম খান (পি.পি.এম) এর নেতৃত্বে ২১/০৫/২০১৫ ইং তারিখ বৃহস্পতিবার রাত ১১:১৫ মিনিটে খান জাহান আলী থানার (কে.সি.সি) ট্রাক-চেকপোষ্ট এলাকায় পুলিশের নৈশ্য টহল ডিউটি চলাকালীন সময়ে “সাংবাদিক” লিফলেট লাগানো সাদা রঙের একটি প্রাইভেটকার নং- (ঢাকা মেট্রো-গ ১৩-০৭০৯) ট্রাক চেকপোষ্টের গতিরোধকের কাছে পৌছালে একটি ফেন্সিডিলের বোতল আটকৃতদের গাড়ি হতে রাস্তায় পড়ে যায়। এ সময় (এ.টি.এস.আই) প্রনব কুন্ডু কনষ্টেবল মিজান, কবির ও আতিয়ার রহমানকে সাথে নিয়ে গাড়িটির গতিরোধ করে থামায় এবং পরবর্তিতে গাড়ি তল্লাশি করে গাড়ির সামনের দুই হেডলাইট বক্সের পেছনের অংশ খুলে ২৩২ বোতল ফেন্সিডিল জব্দ করেন।
আটককৃত সুজন ও আজিজুল জানায়, তারা যশোর পুলেরহাট হতে গাড়ির মালিক মোঃ আলিমের নির্দেশে যশোর থেকে ঢাকার উদ্দেশ্য এ মাদক নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে খুলনা খানজাহান আলী থানায় বৃহস্পতিবার রাতে মাদক নিয়ন্ত্রন ও অপরাধ আইনে একটি মামলা (নং- ৯) দায়ের করা হয়ছে।