আনসারুল্লাহ বাংলা টিমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত “চলমান রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
সুরঞ্জিত বলেন, “ব্লগার অনন্ত, রাজিব ও অভিজিৎ হত্যাকান্ড আমরা বিচ্ছিন্ন ঘটনা মনে করছি না। এটি ধারাবাহিক ঘটনা। সম্প্রতি অধ্যাপক জাফর ইকবাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দশ (১০) বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে প্রশাসনকে খুব দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, “স্বরাষ্ট্র-পররাষ্ট্রসহ এত রাষ্ট্র থাকতে অপরাধীরা কিভাবে এই সিরিয়াল হত্যাকান্ড ঘটিয়ে পার পেয়ে যায়? মন্ত্রণালয়কে আরো কার্যকর হতে হবে। শুধু নিষিদ্ধ করে দিলাম বলে বসে থাকলে হবেনা। উন্নত বাহিনীর মাধ্যমে এদের নির্মূল করতে হবে।”
তিনি বলেন, “বিএনপি এখন শুধু সাংগঠনিক সংকটে নয়, রাজনৈতিক সংকটেও ভুগছে। ৯০ দিন দেশে হত্যাকান্ড করে “তারা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে।”
এসময় খালেদা জিয়াকে দল পূনর্গঠনের পূর্বে রাজনীতির পূন: মূল্যায়নের আহ্বান জানান প্রবীণ এই আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, “বিএনপি নেতা সালাহ উদ্দিন নিখোঁজ, আবার শিলংয়ে খুঁজে পাওয়া বিএনপির সাজানো নাটক। তাই এটি নিয়ে আর তর্কে যাওয়া বৃথা।”
সংগঠনের উপদেষ্টা ডা: ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক নায়ারন দেবনাথ, নগর যুবলীগ নেতা মিনহাজ উদ্দিন মিন্টু, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।