নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের তিতাস গ্যাস সরবরাহ লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ মে) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে তিতাসের তিন কর্মচারী আহত হয়েছেন।
আগুনে কিছু যান্ত্রপাতি পুড়ে গেলেও অগ্নিকাণ্ডের পর গ্যাস সরবরাহ লাইন অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিতাস গ্যাস ট্রান্সমিউশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডেমরা জোনের প্রকৌশলী মো. আজগার জানান, ভোর ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ভেতরের তিতাস গ্যাস সরবরাহ লাইনে হঠাৎ করে আগুন লাগে। এ সময় গ্যাস সরবরাহ লাইন অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ায় ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, জানান তিনি।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, গ্যাসের অতিরিক্ত চাপ থেকে আগুনের সূত্রপাত হয়। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান জানানো যাবে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ফলে তিতাসের কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে তিতাসের কর্মচারী অলিউল্লাহ, রিপন ও রুহুল আমিন আহত হয়েছেন।