বিপাকে জান্নাতুল ফেরদৌসী ঐশী!

বিপাকে জান্নাতুল ফেরদৌসী ঐশী!

‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিয়ে আলোচনায় আসা জান্নাতুল ফেরদৌসী ঐশী পড়েছেন বিপাকে। তাঁর ফেসবুক আইডি আর পেজ হ্যাক হয়েছে। এ নিয়ে ভীষণ উদ্বিগ্ন তিনি। ঐশী বলেন, গতকাল মঙ্গলবার রাতে তাঁর পেজ ও আইডি দুটোই কেউ হ্যাকড করেছেন।

ঐশী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় থেকে দেশে ফিরে গানের ভিডিও আর বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। কাজ শুরু করেছেন ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রে। প্রথম সিনেমায় ঐশী সহশিল্পী হিসেবে পেয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভকে। ঐশী তাঁর কাজের সর্বশেষ তথ্য ফেসবুক আইডি আর পেজের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করতেন। কিন্তু গতকাল রাত থেকে তা আর পারছেন না। ঐশী বলেন, ‘এর আগেও একবার আমার আইডি হ্যাক হয়েছিল। বড় ধরনের কিছু হওয়ার আগেই উদ্ধার করেছি। কিন্তু এবার তো আইডি আর পেজ দুটোই হ্যাক হয়েছে। কী করব বুঝতে পারছি না। তবে সাইবার ক্রাইম কর্তৃপক্ষকে এরই মধ্যে জানিয়েছি।’
ঐশী জানান, হ্যাকার তাঁর অ্যাডমিনের ম্যাসেঞ্জারের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি ঐশীর সঙ্গে কথা বলতে চান।

ঐশী বলেন, ‘ফেসবুক এখন সবার যোগাযোগের অন্যতম মাধ্যম। কিছুদিন পরপর শুনি, হ্যাকাররা এর ওর পেজ আর আইডি হ্যাক করছেন! খুবই বিব্রতকর। আমার পেজ ও আইডি যে হ্যাক করেছেন, তিনি টাকা চেয়েছেন। বলেছেন, টাকা দেন, আইডি ফেরত দেব।’

এখন ঈদের সময়। ঈদের কোনো নাটকে অভিনয় করছেন? ঐশী বলেন, ‘কয়েকজন পরিচালক যোগাযোগ করেছেন। কিন্তু সিনেমার শুটিংয়ের আগে আপাতত নাটকের কাজ করতে চাই না। এর মধ্যে দুজন চলচ্চিত্র পরিচালক তাঁদের ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা বলেছেন। গল্পের ভাবনা পছন্দ হয়েছে, সামনে পরিচালকদের সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসব। যদি সবকিছু চূড়ান্ত হয়, তাহলে এসব সিনেমায় অভিনয় করব।’

‘মিশন এক্সট্রিম’ সিনেমার শুটিংয়ের জন্য ১ মে দুবাই যাওয়ার কথা ছিল ঐশীর। কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়নি। জানালেন, আগামী ১৪ মে ছবির শুটিংয়ে পুরো ইউনিট নিয়ে দুবাই যাওয়ার কথা আছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.