‘হাউসফুল ফোর’ সিনেমায় নওয়াজউদ্দিন

‘হাউসফুল ফোর’ সিনেমায় নওয়াজউদ্দিন।

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’র চতুর্থ কিস্তির শুটিং চলছে। নতুন করে সিনেমাটিতে যুক্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এতে বিশেষ একটি চরিত্রে তাকে হাজির হতে দেখা যাবে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, মে মাসের শেষ সপ্তাহে নওয়াজউদ্দিন সিদ্দিকী ‘হাউসফুল ফোর’র একটি গানের শুটিংয়ে অংশ নেবেন।

সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘হাউসফুল ফোর’র বিশেষ একটি চরিত্রে নওয়াজউদ্দিন অভিনয় করবেন। তার গানটির শুটিং হবে মুম্বাইতে। গানটির জন্য অনেক বড় একটি সেট তৈরি করা হয়েছেন গোরগাঁও ফিল্মসিটিতে। এতে ছয়জন অভিনেতা ও প্রায় ৫শ’ ব্যাক-আপ ড্যান্সারের সঙ্গে তিনি পারফর্ম করবেন। পরিচালক ফরহাদ সামজি ও তার টিম প্রায় দুই সপ্তাহ ধরে গানটি নিয়ে কাজ করছেন। চলতি মাসের শেষ দিকে এর শুটিং হবে।’

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান গ্রান্ডসন এন্টারটেইনমেন্টের মুখপাত্র নাদিয়াদওয়ালাও বিষয়টি নিশ্চিত করেছেন।

‘হাউসফুল ফোর’ মুক্তি পাবে চলতি বছর দীপাবলিতে। এতে অভিনয় করছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, রানা দাজ্ঞুবতি, ববি দেওল, কৃতি স্যানন, কৃতি খারবান্দা ও পূজা হেগড়ে প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.